আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মন্ত্রণালয়ের ভবনের পাশে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। রবিবার ছুটির পর কর্মকর্তাদের অফিস থেকে বের হওয়ার সময় হামলাটি চালানো হয়। এতে নিহত হয়েছেন অন্তত সাত জন এবং আহত হয়েছেন প্রায় ১৫ জন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাসখানেক আগেও ওই মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। আফগানিস্তানের ‘রুরাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফ্রাইদুন আজহাদ জানিয়েছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের গেটের বাইরে খুব সম্ভবত একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণটি ঘটিয়েছে। এর লক্ষ্য ছিল আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা, যারা সেসময় অফিস থেকে বের হচ্ছিলেন।’ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, হামলার জন্য কারা দায়ী। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন