মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশারোহী ব্যবসায়ী নিহত

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ৩:১৩ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশারোহী ব্যবসায়ী মো. বেলাল হোসেন (৪২) নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) ভোরে সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর এলাকায় জমাদার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন পাশের উপজেলা সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর ৬টার দিকে ছাতারপাইয়া থেকে আসা পিকআপ সোনাইমুড়ী থেকে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। এতে ব্যবসায়ী বেলাল ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও দুই যাত্রী। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মো. রেজাউল করিম জানান, কতিপয় ব্যক্তিরা রাস্তায় বালি রেখে অবৈধ ব্যবসা করে আসছে। ফলে বালুর স্তুপের উপর গাড়ি উঠে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। আজও সড়কে বালুর কারণে দূর্ঘটনার শিকার হয়ে ব্যবসায়ী বেলালের মৃত্যু হলো। এ ঘটনার প্রতিকার দাবি করেছে এলাকাবাসী।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহসহ সিএনজি অটোরিকশাটি উদ্ধার কর হয়েছে। পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন