শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরগুনায় পুলিশের বিশেষ শাখার ওসি নজরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ৫:০৫ পিএম

বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি (ওয়াস) নজরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসি (ওয়াস) মো. নজরুল ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।

বরগুনা পুলিশ সুপার মো. আবদুস ছালাম জানান, বিশেষ শাখার ওসি (ওয়াস) মো. নজরুল ইসলাম বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বরগুনা আসতেছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো বলেন, হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের তার নিজ বাড়িতে দাফন করা হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন