আদালতে মামলা পরিচালনা করার জন্য বিচার প্রার্থীদের স্বাভাবিকভাবেই উকিল সাহেবের শরণাপন্ন হতে হয়। মামলা দায়ের করার সময় উকিল সাহেবগণ একবার মোটা অঙ্কের টাকা নেন। উকিলের সহকারী মুহুরিও খরচ বাবদ টাকা দাবি করেন। তারপর মামলার প্রতি তারিখে উকিল সাহেব এবং মহুরি সাহেবকে টাকা ও অন্যান্য খরচাদি দিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, প্রদেয় এসব টাকার কোনো নির্ধারিত সীমা নেই। বিচারপ্রার্থী তথা মক্কেলদের কাছ থেকে ইচ্ছামাফিক টাকা আদায় করা হয়। মামলার স্বার্থেই তারা জিম্মি। অথচ মামলা চলে বছরের পর বছর। মামলায় অনুপস্থিত থেকেও কোনো কোনো উকিল মক্কেলদের কাছ থেকে টাকা আদায় করেন। বিচার প্রার্থীদের দুর্দশা লাঘবে আইনজীবী তথা উকিলদের ফি ও আনুষঙ্গিক খরচ নির্ধারণ করা জরুরি। একইসঙ্গে মামলার অগ্রগতি বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকাও উচিত। এ বিষয়ে সম্মানিত আইনজীবী এবং সংশি¬ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জনৈক ভুক্তভোগী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন