রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সানি লিয়নকে নিয়ে ওয়েব সিরিজ

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

প্রাক্তন পর্নো তারকা এবং বলিউড অভিনেত্রী সানি লিয়নের না বলা কথা নিয়ে কারেনজিত কওর : দি আনটোল্ড স্টোরি অফ সানি লিয়ন’ নামে একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে জিফাইভে। শিখ ধর্মীয় সংগঠন শিরোমণি গুরুদুয়ারা পরবন্ধক কমিটি (এসজিপিসি) সিরিজটির টাইটেলে কওর নামটির ব্যবহারে আপত্তি জানিয়েছে। এসজিপিসির মুখপাত্র দিলজিত বেদি বলেছেন, সানি শিখ গুরুদের আদেশ বা শিক্ষা মানেন না তাই কওর নামটি ব্যবহারের অধিকার নেই তার।” এ ব্যাপারে মন্তব্য না করে সানি টুইট করেছেন: কয়েকদিনের মধ্যে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! আমার চোখ দিয়ে দেখা এই যাত্রায় কি আপনি অংশ নেবেন?” পর্নো অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করে ভারতীয় বংশোদ্ভুত কানাডীয় সানি ‘বিগ বস’ রিয়েলিটি শো দিয়ে ভারতের বিনোদন জগতে নাম লেখান ২০১২’র জিসম টু’ দিয়ে তার বলিউডে অভিষেক হয়। তিনি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার তিন সন্তানের বাবা-মা। গত বছর তিনি নিশা নামে একটি কন্যা দত্তক নেন। সারোগেসির মাধ্যমে সানি নোয়া ও অ্যাশারের মা হয়েছেন। সানি জানিয়েছেন প্রথমে তিনি নিশ্চিত ছিলেন না সিরিজটির ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলার পর তিনি সায় দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন