শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় ২ বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ অর্থ লুট

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ৬:৫৮ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের, বালিদিয়া ও লক্ষ্মীপুর গ্রামে একই রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত (২০ জুলাই, শুক্রবার) রাত তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুর গ্রামের পাখি মৃধার স্ত্রী আকলিমা বেগম (৫৫) জানান, ৮/১০ জনের ডাকাত দল গ্রিল ও তালার হুক ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত সদস্যরা তাকে ঘুম থেকে উঠিয়ে হাত বেধে খাটের উপর বসিয়ে রাখে।গৃহস্বামী পাখী মৃধাকে হাত পা বেঁধে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পাখী মৃধার একমাত্র ছেলে কুষ্টিয়া চাকরি করেন।পরে বালিদিয়া শেখ পাড়ার মাষ্টার জালাল মৃধার (অব) বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। প্রথমে ডাকাতরা দরজায় লাগানো ডাসা ও হুক ভেঙ্গে ঘরে ঢুকেই জালার মৃধা (৬৫) , স্ত্রী জাহানারা বেগম (৫৮) ও একমাত্র ছেলের বউ লিজা (২৩) কে হাত পা বেধে খাটের উপর বসিয়ে রাখে। পরে আলমারিতে রাখা নগদ ৬০,০০০/- টাকা ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল নিয়ে পালিয়ে যায়।জাহানারা বেগম জানান, প্রথমে পাঁচজন ডাকাত ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র রাম দা ও ছোরার ভয় দেখিয়ে আমাদেরকে জিম্মি করে ছেলের বউয়ের গহনা, মেয়ের গহনা, নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে। বাহিরে কয়েকজন ডাকাত সদস্যরা দাঁড়িয়েছিল বলেও তিনি জানান।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন