শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাণীশংকৈলে দিনে দুপুরে ডাকাতি আটক -১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৫:০৭ পিএম

ঠাকুরগাঁওয়ে দিনে-দুপুরে শিক্ষকের বাড়ীতে ডাকাতি।

সোমবার সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈল উপজেলার ভোলাপাড়া এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে মাস্টার শাহজান আলীর বাড়ীতে দিনে-দুপুরে ২ লক্ষ টাকাসহ দশ ভরি স্বর্ণ ডাকাতি হয়েছে। এমন তথ্য দিলেন বাড়ির মালিক শাজাহান আলী।

এ সময় প্রতিবেশীরা ডাকাতের সদস্য আনোয়ার ( ১৮) নামক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক যুবক হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার নওশাহ আলীর ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান ঘটনার সময় দুইজন ডাকের সদ্যস জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
হবিবর মাস্টার বলেন, এই বাড়ীতে এর আগেও ২ বার চুরি হয়েছে। এপর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেননি।

বাড়ীর মালিক শাজাহান আলী বলেন তার স্ত্রী সহ স্কুলে চাকুরী করেন। বাড়ীতে কেউ ছিলনা।এ সুযোগে তার বাড়ী থেকে আলমারি তালা ভেঙে
১০ ভরি স্বর্ণসহ ২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।

এপ্রসঙ্গে এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এখন পর্যন্ত বাড়ীর মালিক কোন অভিযোগ বা মামলা করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন