শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোরিয়া যাচ্ছে জাতীয় হকি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

এশিয়ান গেমসের জন্য পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ হকি দল। আগামী মঙ্গলবার রাত ১২টায় ২২ সদস্যের দলটি রওয়ানা হবে। সেখানে তারা কোরিয়া জাতীয় হকি দলের সঙ্গে পাঁচটি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচের জন্য মনোনীত খেলোয়াড়রা হলেন- অসীম গোপ, আবু সৈয়দ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ, পুষ্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, মোহাম্মদ মাইনুল ইসলাম, আরশাদ হোসেন ও কামরুজ্জামান। এছাড়াও স্টান্ডবাই হিসেবে রাখা হয়েছে- দ্বিন ইসলাম ইমন, বিপ্লব কুজুর, হাসান যুবায়ের নিলয়, শফিউল আলম শিশির, মাহাবুব হোসেন ও রাজিব দাস। দলের সঙ্গে দলনেতা হিসেবে মোহাম্মদ রাফিউল হক, টেকনিক্যাল ম্যানেজার মোস্তাবা জামান, ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এবং প্রধান কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তীও যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন