শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

যুক্তরাষ্ট্রে বেক্সিমকো ফার্মার চতুর্থ ওষুধ রফতানি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে ডায়াবেটিক রোগের ওষুধ মেটফরমিন হাইড্রোক্লোরাইড (৫০০ মি.গ্রা. ও ৭৫০ মি.গ্রা.) রপ্তানী শুরু করেছে দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানীকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কার্ভেডিলল, সোটালল ও মোথোকার্বোমল-এর পর এটা বেক্সিমকো ফার্মার চতুর্থ ওষুধ। যা বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানী শুরু করেছে কোম্পানিটি।
মেটফরমিন হাইড্রোক্লোরাইড, ব্রিস্টল-মিয়ার্স স্কুইব এর গ্লকোফেজ এর জেনেরিক সমতুল্য। ২০১৬ সালের ডিসেম্বর বেক্সিমকো ফার্মা এই ওষুধের জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের অনুমোদন লাভ করে। আইকিউভিআইএ’র তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে মেটফরমিন হাইড্রোক্লোরাইড এর বাজার ৪৫৬.০৮ মিলিয়ন ইউএস ডলারের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন