মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খিলক্ষেতে রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ প্রাণ গেলো যুবকের

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর খিলক্ষেতে রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জুয়েল আখন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে বিলাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। জুয়েলের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। দুইদিন হলো তিনি ঢাকায় এসেছিলেন কাজের জন্য। তবে কোথায় থাকতেন সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিবানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, রেল লাইনে দাঁড়িয়ে জুয়েল মোবাইলে কথা বলছিলেন। এসময় ট্রেন আসছে দেখে এক পথচারী তাকে ডাক দিয়ে বললে তিনি দ্রæত ওই লাইন থেকে আরেক লাইনে সরে যান। আর ওইখানে যাওয়ার পরপরই তাকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ওই সময় কমলাপুর থেকে একটি ট্রেন যাচ্ছিল ও আরেকটি কমলাপুরের দিকে আসছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন