দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া বিপন্ন বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের করমজলে এসকল পশু পাখি অবমুক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগ। অবমুক্ত করা পশু পাখির ভিতরে রয়েছে দুইটি কুমির, একটি তক্ষক, একটি সাদা বক, এগারোটি কালিম পাখি, একটি ভূবন চিল, দুটি মাছকুড়াল। মাদারিপুর এবং যশোর জেস গার্ডেন থেকে কুমির দুটি উদ্ধার করা হয়েছিল।
সুন্দরবনের বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান দেশের বিভিন্ন স্থানে আটক করে রাখা বন্য প্রানী উদ্ধারে কাজ করছে বন বিভাগ। বন্য প্রানীদের নিজস্ব আবাসস্থল বনে ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় কয়েক প্রজাতির পশু পাখি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন