রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন অভিনেত্রী তমালিকা কর্মকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মঞ্চ ও টেলিভিশনের অভিনেত্রী তমালিকা কর্মকা অভিনয় ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। অভিনয় ছেড়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। গত রবিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। সেখানেই তিনি স্থায়ী হবেন বলে জানা গেছে। যাত্রাপথে তিনি ফেসবুকে ছবিও পোস্ট করেন। তমালিকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, টিভি নাটকের অভিনয়ে আগের মতো কাজ নেই। অনেকদিন ধরেই অনিয়মিতভাবে কাজ করছিলেন তিনি। এতে তিনি টানাপোড়েনে পড়েছিলেন। তাই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, তমালিকা সর্বশেষ গত ১৮ জুলাই সন্ধ্যা ৭ টায় পারফর্ম মঞ্চে সর্বশেষ অভিনয় করেন। সেদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয়েছে আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাটক রাঢ়াঙ-এর ১৮০তম প্রদর্শনী। তারপরই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তমালিকা তার ক্যারিয়ারজুড়ে মঞ্চ মাতিয়েছেন বহুবার। রাঢ়াঙ, ময়ূর সিংহাসন এবং বিদ্যাসাগর নাটকে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত হন তিনি। অন্য জীবন দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো এই ঘর এই সংসার, কিত্তনখোলা, এবং ঘেটুপুত্র কমলা। কিত্তনখোলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন