শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লাভ গেইমস

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রামোনা রাইচাঁদ (পত্রলেখা)এক অভিজাত সমাজের নারী। স্বামী ওম রাইচাঁদ তার চেয়ে ২০ বছরের বড়। অতীতের কিছু অভিজ্ঞতার কারণে প্রেম ভালবাসার কোনও মূল্য নেই তার কাছে। জীবন আর অর্থই তার জীবনের লক্ষ্য। স্যাম সাক্সেনা (গৌরব অরোরা) উঁচু সমাজের এক প্লেবয়। বাবা বিত্তশালী, ভাল চাকরি সব আছে কিন্তু কিছুই নেই তার। নেশা আর নারীই তার লক্ষ্য। ভোগবাদী মানুষটির জীবনে কোনও সুখ নেই, সুখ লাভের জন্য নিজেকে নির্যাতন করতেও সে পিছপা হয় না। আলিশা আস্থানা (তারা আলিশা বেরি) একজন বুদ্ধিমতী, প্রতিভাবান সার্জন। সামান্য ভুল হলেই স্বামী গৌরবের (হিতেন তেজোয়ানি) হাতে শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাকে। বাবা-মায়ের চাপে পড়েই তাকে এই বিয়ে করতে হয়েছিল। কথা ছিল রামোনা আর স্যাম প্রেম করবে কিন্তু পরস্পরের আসল পরিচয় জানতে পেরে তারা এই বন্ধন ভাঙতে চায়। একদিকে স্যাম রামোনার একধরনের নেশা, রামোনা স্যামের জন্য খুনও করতে পারে। স্যাম আলিশার সঙ্গে প্রেমের খেলা শুরু করে। এতে আলিশা আর তার স্বামী রামোনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কথা ছিল আলিশাকে শুধু ভোগ করবে স্যাম, কিন্তু সে তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে আলিশাও তাই। তাদের এই প্রেমের ব্যাপারটি জানতে পারে রামোনা। ভয়ানক রূপে সে আত্মপ্রকাশ করে রামোনা। তাদের জীবনকে এক নরকে পরিণত করে সে। প্রেমের খেলা এক বিপজ্জনক খেলায় রূপান্তরিত হয়। তার নেশার জন্য রামোনা কত নিষ্ঠুর হতে পারে? স্যামের পরিচয় জানতে পারবে আলিশা? স্যাম আর আলিশার কি মিলন হবে শেষে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন