শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দ্য বস

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বেন ফ্যালকোন পরিচালিত কমেডি চলচ্চিত্র ‘দ্য বস’। ‘ট্যামি’ (২০১৪) ফ্যালকোন পরিচালিত একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
মিশেল ডারনেল (মেলিসা ম্যাকার্থি) মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনবান নারী। এক বিশাল প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সে। সাফল্যের জন্য তাকে অনেক সময়ই অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। এমনই এক অবৈধ পদক্ষেপের কারণে তাকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হয়। এতে সে দোষী সাব্যস্ত হয়। কারাগারে পাঠিয়ে দেয়া হয় তাকে। ছয় মাস পর মুক্তি পাবার পর ফেরে এসে সে নিজেকে দেউলিয়া হিসেবে আবিষ্কার করে। একসময় যারা তার সহযোগী ছিল তারা তাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। এমনকি থাকর জন্যও তার কোনও জায়গা নেই। শেষ পর্যন্ত সে তার একসময়ের কর্মচারী ক্লেয়ারের (ক্রিস্টেন বেল) কাছে সাহায্য কামনা করে। তার কর্মচারী থাকা কালে ক্লেয়ারকে সে পদে পদে লাঞ্ছনা দিত। কিন্তু এর পরও ক্লেয়ার তাকে সাহায্য করতে রাজি হয়। ক্লেয়ারের মেয়ে রেচেলের সঙ্গে এক অনুষ্ঠানে গিয়ে সে দেখতে পায় সেখানে সে নতুন এক অভিজ্ঞতা লাভ করে। ছোট মেয়েদের কুকি বিক্রি করা থেকে অর্থোপার্জনের একটি রাস্তা আবিষ্কার করে। সে ছোট মেয়েদের নিয়ে ডারনেল’স ডার্লিংস নামে একটি দল গঠন করে। এখানে সে মেয়েদের আক্রমণাত্মক পদ্ধতিতে ব্রাউনি (এক ধরনের চকলেট কেক) বিক্রির কৌশল শেখান শুরু করে। তার উদ্দেশ্য হল নতুন এক ব্রাউনি সাম্রাজ্য সৃষ্টি করা। তার ধারণা ছিল কাজটি কঠিন হবে না। কিন্তু তার ধারণা ছিল না তার পুরনো কিছু শত্রæ আর প্রতিদ্ব›দ্বী এই ক্ষেত্রেও তার বিরুদ্ধে দাঁড়াবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন