শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্ত্রীর জন্মদিনে হিন্দি গান গাইলেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

এবার দ্বৈতকণ্ঠে হিন্দি গান গাইলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গত ২৪ জুলাই ছিল ইভা রহমানের জন্মদিন। সহধর্মিণী ইভা রহমানের জন্মদিন উপলক্ষে তাকে সঙ্গে নিয়েই এই গান পরিবেশন করেন মাহফুজুর রহমান। বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের মোহাব্বাতে সিনেমার ‘হামকো হামিসে চুরালো’ গানটি তিনি বেছে নেন। জন্মদিনের অনুষ্ঠানে অনেকে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের অনুরোধে মাহফুজুর রহমান ও ইভা রহমান গান পরিবেশন করেন। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক হেলেনা জাহাঙ্গীর। অনুষ্ঠান শেষে হেলানা জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, অনেক অনেক শুভ কামনা ইভা রহমানের জন্মদিনে। উল্লেখ্য, গত বছর ঈদুল আজহায় ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান হয় এটিএন বাংলায়। অনুষ্ঠানটি নিয়ে সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন