নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের জাতীয় ঐক্য একজনকে বদলিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর জন্য নয়। কাউকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের ঐক্য নয়। দেশকে দুর্বৃত্তদের হাত থেকে বাচাঁতে আমরা ঐক্য করতে চাই। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র, আইনের শাসন ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জনকল্যাণ পার্টি।
আওয়ামী লীগ ও বিএনপির দিকে ইঙ্গিত করে মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের এই ঐক্যের মধ্যে এমন অনেকে আছেন যারা আগে ক্ষমতায় ছিলেন। এরা ক্রসফায়ার দিচ্ছে, তারা অপারেশন ক্লিন হার্ট দিয়েছে। এরা যেভাবে লোকজনকে ধরে নিয়ে গেছে, তারাও নিয়ে গিয়েছিল। এরা যেমন দুর্নীতি করছে, তারাও করেছিল। কিন্তু পার্থক্য হচ্ছে কেউ বেশি আর কেউ কম। তবে তাদের চরিত্র একই। তাই আমাদের ঐক্য কাউকে বদলে আবার কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে মান্না বলেন, তাহলে কাকে ভোট দেবেন? আমাকে? কিন্তু আমার দল তো এত বড় নয়। তাই আমরা একটা যুক্তফ্রন্ট করেছি। এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে দেশের এই অবস্থার পরিবর্তন করবো।
মাহমুদুর রহমান মান্না বলেন, আপনারা পাঁচ বছরে দেশের এই চেহারা পরিবর্তন করতে পারছেন না। আমাদের এক বছরের জন্য দিয়ে দেখুন কী করতে পারি। যদি দেশের এই দুর্বৃত্তদের শাস্তি দেওয়া না যায়, তাহলে তো দেশের এই অবস্থার পরিবর্তন হবে না। তাই আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই। তবে এর আগে আপনাদের বলতে হবে আপনারা ক্ষমতায় গেলে দেশের এই অবস্থা হবে না। আওয়ামী লীগের বর্তমান এমপিদের সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ভোটের আগে তাদের যে সম্পদ ছিল এখন তা আরও পাঁচ গুণ বা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। কোথা থেকে এই সম্পদ এসেছে? সব লুটপাট করে নিয়ে গেছে। তাই আগামীতে দেশের এই অবস্থার পরিবর্তন করতে হবে। ##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন