শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঈদ পূর্ণমিলনীতে ঐক্যবদ্ধ আ’লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৭:২৮ পিএম

ঈদ পূর্ণমিলনীতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তৃণমূলের নেতাকর্মীরা। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪৮নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব আবুল কালাম অনু, গিয়াসউদ্দিন গেসু, সাঈদ মিলন, সাহেব আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদ পূর্ণমিলনীতে যাত্রাবাড়ি থানাধীন বিভিন্ন ওয়ার্ড-ইউনিটির নেতাকর্মীরা আনন্দের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং বর্তমান সরকারের সফলতার পাশাপাশি আবহমান বাংলার নিজেস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন