সম্প্রতি পানি বিজ্ঞান সম্পর্কিত ‘তথ্যসেবা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অধীনে ৪০ টি মোটরসাইকেল সংশ্লিষ্ট সুপারভাইজার ও মনিটরদের নিকট হস্তান্তর বিষয়ক অনুষ্ঠান বাপাউবো পানি বিজ্ঞান অঙ্গন, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নেয়ার জন্য যে প্রচেষ্টা করে চলছেন তারই অংশ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানি বিজ্ঞানের উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়ন করছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণের উদ্দেশ্য বর্তমান সরকারের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার অনুরোধ করেন। তিনি তাঁর বক্তব্য শেষে প্রকল্পের ৪০ টি মোটরসাইকেল সংশ্লিষ্ট সুপারভাইজার ও মনিটরদের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, মো: সাইফুল হোসেন, এ,কে মনজুর হাসান, প্রধান প্রকৌশলী, পানি বিজ্ঞান মোতাহার হোসেন; প্রধান প্রকৌশলী, (নকশা) উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়া পরিচালক, জনসংযোগ এ,কে,এম নজরুল ইসলাম খানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন