সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে সিনিয়র সচিব নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, মো. শহীদুল হক, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৮২০০০/- (নির্ধারিত) স্কেলে সরকারের সিনিয়র সচিব পদে নিয়োগ প্রদানপূর্বক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হলো। এদিকে এক আদেশে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে সরকারি কর্মচারী (অবসর) আইনের ৪ ধারা অনুযায়ী ১৮ই আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। তার বরাবরে ১৮ মাসের বেতনের সমপরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে। প্রশাসনে সিনিয়র সচিবের পদ নির্ধারিত। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র পদটি খালি দেখিয়ে পররাষ্ট্র সচিবকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন