রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় ও উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১০ এর সদস্যরা সোমবার (৩০ জুলাই) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় ও উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি র্যাবের এ কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন