শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নৌমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ২:৪২ পিএম

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের খবর শুনে হাসির কারণে নৌমন্ত্রী শাজাহান খানের কুশপু্ত্তলিকা দাহ করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা নৌমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে।

২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের ফুটপাতে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। এ দুর্ঘটনার পর সাংবাদিকদের হাসিমুখে প্রতিক্রিয়া দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নৌমন্ত্রী শাজাহান খান।

এরপর ঘাতক চালকের ফাঁসি ও নৌমন্ত্রীর ক্ষমাপ্রার্থনাসহ নয় দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন করে আসছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, ‘আমার ভুল হচ্ছে আমি হাসি। যারা হাসে তাদের মানুষ ও সৃষ্টিকর্তা ভালোবাসেন। এখন আমার হাসা যদি ভুল হয়, তাহলে আমি আর হাসব না।’

তিনি বলেন, ‘আমার হাসি যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি দুঃখিত। বিষয়টিতে আমি বিব্রত।’

জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।সেখানে নৌমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন