ইরাক জুড়ে জুলাই মাসের সহিংসতায় ৭১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএএমআই) বুধবার একথা জানিয়েছে। ইউএনএএমআইয়ের এক বিবৃতিতে আরো বলা হয়, গত মাসে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতে ৮২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এতে বলা হয়, হতাহতের এ সংখ্যায় ইরাকি সৈন্য ও নিরাপত্তা সদস্যদের হিসাব ধরা হয়নি। ইরাকি সামরিক বাহিনী এ ব্যাপারে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন