গত মার্চে ব্রুকলিন বেকহ্যামের সঙ্গে ছাড়াছাড়ির পর এখন অভিনেত্রী ক্লোয়ি মোরেট্জ সঙ্গীহীন এবং ভালোই আছেন বলে জানিয়েছেন। অভিনেত্রীটি ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোয়েন’ অনুষ্ঠানে জানান তিনি সঙ্গীহীন জীবন উপভোগ করছেন। উঠতি আলোকচিত্রীটির সঙ্গে তিনি এখনও জুটি আছেন কিনা জানতে চাইলে ক্লোয়ি জানান তারা শুধুমাত্র বন্ধু ছিলেন। তিনি বলেন : “আমি ঠিক আছি। আমার বয়স ২১, আমি একা, আমি ভালোই আছি।” প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ির পর এখন তিনি তার কাজে মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। কয়েক বছর ধরে ক্লোয়ি আর ব্রুকলিন প্রেম করছিলেন, মাঝে মাঝে অবশ্য তাদের সম্পর্ক ভেঙে গেছে বলেও প্রচার হয়েছে। ২০১৭’র সেপ্টেম্বরে ব্রæকলিন ফোটোগ্রাফি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র এসে থাকা শুরু করলে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। ক্লোয়ির সঙ্গে ছাড়াছাড়ির পর ফুটবল কিংবদন্তী ডেভিড বেকহ্যামের ছেলে ব্রæকলিন মডেল লেক্সি উডের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন, তবে তিনি এবি মানযোনির সঙ্গে প্রেম করছেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন