বেশ কয়েকজনের সঙ্গে অভিনেত্রী বেলা থর্নকে সংশ্লিষ্ট করা হয়েছে। এরমধ্যে আছেন টাইলার পোজি এবং চার্লি পাঠ। অভিনেত্রীটি জানিয়েছেন সঙ্গীহীন থাকা তার পছন্দ নয় তাই কারও না কারও সঙ্গে তার সম্পর্ক হয়েছে।
“কারও সঙ্গে আমার সম্পর্ক থাকবে না তা আমার পছন্দ নয়,” ১৯ বছর বয়সী অভিনেত্রীটি টুইট করেছেন।
অ্যাডাম স্যান্ডলার এবং ড্রু ব্যারিমোর অভিনীত ‘ব্লেন্ডেড’ (২০১৪) চলচ্চিত্রের তারকাটির সঙ্গে এই বছরের প্রথম দিকে পোজির ছাড়াছাড়ি হয়েছে। তিনি জানিয়েছেন তার সাবেক প্রেমিকের মত তারকাদের সঙ্গে সম্পর্ক রাখা আসলেই কঠিন কারণ তাদের আশপাশে অনেক মেয়ে থাকে যারা তাদের ‘আসলেই খুব ভালবাসে’।
“হলিউডে কারও সঙ্গে ডেটিং করা সবচেয়ে মন্দ একটি কাজ। সবাই সোশাল মিডিয়াতে উন্মত্ত আর দুর্ভাগ্যক্রমে আমি এমন সব মানুষের প্রেমে পড়ে যাই যাদের প্রেমে পড়ে আছে এমন মেয়েরা যারা সত্যিই তাদের ভালবাসে, আর তারা আমাকে খুন করে ফেলবে। বাস্তবেই টুইটারে তারা আমাকে হত্যার হুমকিও দিয়েছে,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন