দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহিদুল আলমকে ‘জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে’ বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। সোমবার (৬ আগস্ট) সকালে তিনি এ তথ্য জানান।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত কয়েকদিন ধরে তিনি (শহিদুল আলম) সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তাকে আটক করা হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন