সিলেটে সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার সময় নগরীর শাহজালাল উপশহর এলাকায় পুলিশের কাজে বাধা ও ২৪নং ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ৫৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে বিচারক মফিজুর রহমান ভূঁইয়া তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ হক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ ৫৫ জন বিএনপি নেতাকর্মী রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন