বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ হাসিনাকে আইপিআইর চিঠি

সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১:০৫ এএম

সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে গঠিত বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সংস্থাটি বাংলাদেশ সরকারের কাছে আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেপ্তার এবং সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
আইপিআই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধে পদক্ষেপ, শহিদুল আলমের মুক্তির নিশ্চয়তা এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানায়। আইপিআইএর হেড অব এডভোকেসি রাভি আর প্রাসাদ প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলেন, ‘সম্প্রতি সাংবাদিকদের ওপর একের পর এক হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। হামলাকারীদের মধ্যে অনেকেই আপনার দলের সমর্থক, শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় তারা নিরাপত্তা বাহিনীর দ্বারাও হামলার শিকার হয়।’
পাঠানো চিঠিতে আরো বলেন, ‘আপনার দলের সমর্থকদের এমন হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর অসহনশীলতারই প্রকাশ। যা আপনার সরকারের গণতান্ত্রিক সরকারব্যবস্থার দাবীর বিরোধী।’ চিঠিতে বিতর্কিত ৫৭ ধারায় শহিদুল আলমের গ্রেপ্তারকে বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরকৃত আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করে উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার েপছনে মুক্ত গণমাধ্যম অন্যতম ভূমিকা পালন করে। এতে বলা হয় ১৯৭১ সালের ২৫ মার্চ সাংবাদিকরা পাকিস্তানিদের গণহত্যার খবর বিশ্বজুড়ে প্রকাশ করেছিল। যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিশালী জনমত তৈরি করে। বাংলাদেশের সংবিধানের লেখকরাও মুক্ত গণমাধ্যমের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। প্রসাদ বলেন, ‘আমরা আপনার কাছে গণমাধ্যমের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’ সূত্র: আইপিআইমিডিয়া ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাঈম ৯ আগস্ট, ২০১৮, ২:৩১ এএম says : 0
এসবে কোন লাভ হবে বলে মনে হচ্ছে না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন