আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বর্তমান সরকার কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের দাবি-দাওয়া মেনে নিয়েছে। বিএনপি-জামায়াত জোটসহ পিছনের দরজা দিয়ে ক্ষমতা লোভী ব্যক্তি ও গোষ্ঠী আন্দোলনগুলোর সময় দেশে-বিদেশে ষড়যন্ত্র করেছে। কিন্তু শিশু-কিশোররা চক্রান্তকারীদের ব্যর্থ করেছে। ভবিষ্যতে এ ধরণের চক্রান্তের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা দেন।
গতকাল রাজধানীর শ্যামলীতে জাতীয় শোক দিবস উপলক্ষে মোহাম্মদপুর ও আদাবর থানা স্বেচ্ছাসেবকলীগের আলোচনায় তিনি এসব কথা বলেন।
নানক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। খুনীচক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন, আদর্শ ও দর্শনকে ধ্বংস করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম ও দর্শনের আলোকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি মহাসড়কে ধাবমান। তিনি দলীয় নেতা-কর্মী সহ দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ ভাবে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে ১৫ আগস্টের ষড়যন্ত্রের বদলা নেয়ার আহবান জানান। তিনি আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রাথীকে সর্বাত্মক রায় ও সমর্থন দানে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগরবাসীর প্রতি আহবান জানান। তিনি এলাকাবাসী প্রতিটি মানুষের সুখে-দুঃখে সদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের মোহাম্মদপুর থানা সভাপতি এম.এ লতিফ এর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদত পঙ্কজ দেবনাথ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন