শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

টেঁটাযুদ্ধে মৃত্যুর ঘটনায় পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে: | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

ফতুল্লার আকবরনগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রæপের টেটাযুদ্ধে জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টেটাবিদ্ধ জয়নাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে গতকাল সকালে পুলিশ তা নিশ্চিত করে।
এদিকে জয়নালের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পরার পর সামেদ আলী হাজীসহ তাদের লোকদের বাড়ি ঘর ভাঙচুরসহ ব্যাপক তান্ডব চালিয়েছে রহিম হাজীর লোকজন। এতে করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রæপের মধ্যে টেটা বল­ম নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জয়নালসহ রহিম হাজী গ্রæপের ৮-১০ টেটাবিদ্ধ আহত হয়। ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন