গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-বগুড়া মহাসড়কের ৪১ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে স্থানীয় এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত সহ ৩০ জন বাসযাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, গত শনিবার বিকাল ৫টার দিকে গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি উল্টে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে বাড়ীর সামনে কর্মরত গৃহবধূ সাবানা (৩০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে যাত্রীবাহী বাসের ৩০ জন যাত্রী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন