আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। কিন্তু বিএনপি-জামায়াত এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সব ধরণের নাশকতা করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা এই চক্রান্ত করবে। তারা নির্বাচন বানচাল করতে অতীতের মতো ষড়যন্ত্র করে যাচ্ছে। এক্ষেত্রে আগের মতো সবাইকে সতর্ক থাকতে হবে।গতকাল মিরপুরে ঢাকা মহানগর যুবলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।নানক বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সব ধরনের সুবিধা ভোগ করলেও মির্জা ফখরুল ইসলাম সংবাদমাধ্যমের স্বাধীনতা নাই বলে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন। সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা আছে বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপনারা আস্ফালন করছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতো নির্বাচন বানচালের চক্রান্ত করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন