শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদ বিনোদনে বায়োস্কোপ

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ঈদের ছুটিতে বিনোদনের পসরা সাজিয়েছে অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বায়োস্কোপ। এতে থাকছে এক্সক্লুসিভ সব নাটক। বায়োস্কোপে এক্সক্লুসিভলি দেখা যাবে ওয়েব থ্রিলার ‘কলি ২.০’, এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইরফান সাজ্জাদ ও পীযুষ বন্দ্যোপাধ্যায়। নাটকটি পরিচালনা করেছেন আবরার আতাহার। রোমান্টিক ড্রামা ‘লায়লা তুমি কি আমাদের মিস কর?’ এ নাটকে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী। ৭ এপিসোডের কমেডি সিরিজ, ‘দাদা, গাইড লাগবে?’ দুই বাংলার তারকা অভিনেতাদের সমন্বয়ে দারুণ এক কমেডি ওয়েব সিরিজ ‘দাদা গাইড লাগবে?’। ভ্রমণ পিপাসুদের জন্য নাটকটির শুটিং হয়েছে ভারতের মনোরম লোকেশনে। সাথে থাকছে মোশাররফ করিম, ফারুক আহমেদ আর ঋতুপর্ণ সেনদের প্রাণবন্ত অভিনয়। এছাড়াও বায়োস্কোপের ঈদ বিনোদনে থাকছে ‘এই সময়ের গল্প’ সিরিজের গ্রামীণফোন নিবেদিত ৩টি নাটক। ইমরাউল রাফাত পরিচালিত অপূর্ব ও সাবিলা নূরের অভিনয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’, সাইমুন ইসলামের পরিচালনায় ইয়াশ রোহান ও মৌরী সেলিম অভিনীত ‘বিবাহ বিভ্রাট’ এবং ইরফান সাজ্জাদ ও তানজিন তিশার অভিনয়ে মাবরুর রশীদ বান্নাহ-র নাটক ‘বাইকার’। ঈদ বিনোদনের সঙ্গী হিসেবে এছাড়াও বায়োস্কোপের অন্যান্য আয়োজন থাকছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন