দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিতসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল সেয়া ৯ টার দিকে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডে বিক্ষোভ মিছিল
বের হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি বনানী কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সকালেও রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন