শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টঙ্গীতে বেগম জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:৩৫ এএম

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দীর মুক্তি ও সুস্থতা কামনা এবং গুম-খুনের শিকার সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়নে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে গাজীপুর জেলা ও টঙ্গী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা দোয়া মাহফিলে শরিক হন। গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে হাসান উদ্দিন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম. আব্দুল্লাহ, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর ও শিফট ইনচার্জ আব্দুল্লাহিল কাফি, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী প্রমুখ।
দোয়া মাহফিলে হাসান উদ্দিন সরকার বলেন, গুম-খুন তথা শাহাদাতের কাফেলা যতই দীর্ঘ হোক না কেন আমরা ভীত নই। দেশের সর্বত্রই জানাযা হলেও আমরা মৃত্যুকে পরোয়া করি না। কখন কার ডাক পড়ে যায় আমরা সেই অপেক্ষার প্রহর গুনি।
বিএফইউজের মহাসচিব এম. আব্দুল্লাহ বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রীকে ঈদের দিনেও জেল খানায় পরিবারের রান্না করা খাবার খেতে দেয়া হয়নি। অথচ একজন সাধারণ হাজতিও জেলখানায় এই সুবিধা পেয়ে থাকেন। প্রহসনের বিচারে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে তাঁর প্রতি চরম অমানবিক ও অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন