নোয়াখালীর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করেছে। এক সাথে চার নেতাকে গ্রেফতার করায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে অনেকেই স্থান পরিবর্তন করে ঘা ঢাকা দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, চাটখিল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান শামছুল আরেফিন শামীম (৫৫), জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বকশী (৫৫), উপজেলা বিএনপির সহ সভাপতি মনির হোসেন কাজল (৫০) ও স্থানীয় পরকোট ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি তানভীর হোসেন (২৮)। আটককৃতদেরকে আদালতের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবু হানিফ নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ আওয়ামীলীগ নেতাদের খুশি করার জন্য বিনা কারনে বিএনপির নেতাকর্মীদের আতংকের সৃষ্টি করছে। তিনি গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
চাটখিল থানার ওসি ইমাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলাসহ নানা অভিযোগ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন