শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডাকাতের গুলিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ডাকাতের গুলিতে দক্ষিণ আফ্রিকায় আবারো এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মো. ইসমাইল হোসেন (৩২) নামে এ প্রবাসীর বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পানকরা গ্রামে।
গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সিটিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায, ইসমাইল ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা যান। শুক্রবার ইসমাইলের দোকানে ডাকাতরা আকস্মিক হামলা চালায়। বাবার সামনেই তার ছেলেকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় অচেতন হয়ে পড়েন নিহতের বাবা আবুল কালাম।
জানা যায়, ইসমাইল দীর্ঘ আট বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ইলিয়াসবেগ ইলেকট্রনিক্সের দোকান পরিচালনা করে আসছেন। আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। নিহত হওয়ার দুই ঘণ্টা আগেও ইসমাইল তার মায়ের সঙ্গে শেষ কথা বলেছেন।
নিহতের ছোট মামা মামুনুর রশিদ দক্ষিণ আফ্রিকা থেকে মোবাইল ফোনে ভাগিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ স্থানীয় থানায় রাখা হয়েছে। দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় প্রায়ই ডাকাতরা বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন