ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা গতকাল রোববার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল।
গত শনিবার মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এবং রাজশাহী কলেজ, সিটি কলেজ এবং নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের কথা জানানো হয়।
এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার নগরীর বিভিন্ন এলাকা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে তালা দেয়। এ সময় মহনগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুজ্জামানও উপস্থিত ছিলেন।
বিক্ষুব্ধরা বলেন, কাউকে না জানিয়ে ছয়টি থানা ও তিনটি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির বিষয়ে মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও কিছু জানেন না। এর প্রতিবাদেই তারা দলীয় কার্যালয়ে তালা দিয়েছেন।
আরিফুজ্জামান বলেন, অবিলম্বে কমিটিগুলো বিলুপ্ত করা না হলে বিএনপির থানা কার্যালগুলোতেও তালা দেওয়া হবে। পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়েও তালা ঝুলবে। কমিটিগুলোতে যাদের পদ দেওয়া হয়েছে তারা অযোগ্য।
মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, পদ না পেলে বঞ্চিতরা এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েই থাকেন। কিন্তু যারা যোগ্য তাদেরকেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন