সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় কামরুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামরুল লালাবাজার ল্যান্ডমার্ক শপিং সেন্টারের শেফা ফার্মেসিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে লালাবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কামরুল। এসময় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের একটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন