কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চান্দপুর সড়কে ট্রাক চাপায় আয়শা আক্তার (৫০) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন। নিহত আয়শা আক্তার দেবিদ্বার উপজেলার চান্দপুর এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলার চান্দপুর সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দপুর গ্রামে অবৈধভাবে গোমতী নদী থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে চলা ট্রাক চাপায় পথচারী আয়েশা বেগমের মৃত্যু হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন