শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশালে পাথর বোঝাই ট্রলির চাপায় পথচারী নিহত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৬:৫১ পিএম

বরিশাল মহানগরীর দক্ষিণ পলাশপুর সংলগ্ন শের-ই-বাংলা সড়কে পাথর বোঝাই ট্রলির চাপায় আহমেদ নয়ন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছে। সে নগরীর পলাশপুর ৩ নম্বর গলির মৃত তোফায়েল আহাম্মেদের ছেলে।

বিএমপি’র কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পলাশপুর এলাকায় চলমান সড়ক নির্মানের জন্য একটি ট্রলিতে পাথর নেয়ার সময় দক্ষিণ পলাশপুর শের-ই বাংলা সড়কের সন্মুখে অসাবধানতাবশত ট্রলিটির চালক পথচারী নয়নকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পারপরই ট্রলিটি চালক পালিয়েছে। এলাকাবাসী ট্রলিটিকে আটক করে পুলিশের সোপার্দ করে। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাউনিয়া থানার ওসি। ১১.১০.২০২২।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন