দলের শীর্ষ থেকে তৃণমূলের নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবীদের সাথে মতবিনিময়ের পর এবার শিক্ষক নেতাদের সাথে মতবিনিময় করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটি আজ বুধবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শিক্ষক নেতাদের কাছ থেকে আগামী দিনে আন্দোলন সংগ্রামের কৌশল, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ে করণীয় সম্পর্কে পরামর্শ শুনবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতাদের সাথে বৈঠকে যেসব পরামর্শ আসবে সেই পরামর্শগুলো স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন