রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে। এসময় তাদের কাছে থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির থানাগুলো ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ২ জন, বেলপুকুর থান ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে আটক করা হয়েছে। মাদকসহ আটককৃতরা হলেন, আইয়ুব হোসেন লিয়নকে ১১ পিস ইয়াবা, রাহেনুল ইসলামকে ৫ গ্রাম হেরোইন, সারোয়ার কামাল সাগর ও রয়েল হোসেনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন