শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত ৭৬ গাড়ির বিরুদ্ধে মামলা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম


নগরীতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে ৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে প্রায় এক লাখ টাকা। গতকাল (বৃহস্পতিবার) নগরীর টাইগার পাস মোড়ে দুইটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে এ ব্যবস্থা নেয়া হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনঞ্জুরুল হক বলেন, সকালে নগরীতে চলাচলকারী বিভিন্ন ধরনের শতাধিক গাড়ির কাগজপত্র তল্লাশি করা হয়।
এগুলোর মধ্যে বিভিন্ন অভিযোগে ৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ৯৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন