শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্রাফিক আইন অমান্য মামলা ৩ হাজার জরিমানা ১৫ লাখ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ২ হাজার ৯২১টি মামলা ও ১৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শুক্রবার ঢাকার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, উল্টোপথে গাড়ি চালানোর জন্য ২০৫টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ২৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪টি এবং মাইক্রোবাসে কালো গøাস লাগানোর জন্য ১৩টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আইন অমান্য ও ফিটনেস না থাকায় ৩০টি গাড়ি ডাম্পিং ৫১০টি গাড়ি রেকার করা হয়। এ ছাড়া ৯৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৯টি মোটরসাইকেল আটক এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলায় ১২টি মামলা দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন