শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্রাফিক আইন লঙ্ঘন ও শব্দদূষণ প্রতিরোধে কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ২:০১ এএম

ট্রাফিক আইন লঙ্ঘন এবং শব্দদূষণ প্রতিরোধ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক (উত্তর) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে এবং ও’ ন্যাচারাল-এর পৃষ্ঠপোষকতায় গুলশানে একটি জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ গোল চত্বরে এ অনুষ্ঠানে বক্তব্য দেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ, ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটির প্রধান শায়ান সেরাজ, ডিসি ট্রাফিক প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিসি জাকির হোসেন, অতিরিক্ত কমিশনার মইন ইসলাম।
এসময় অযথা হর্ণ বাজানো, ট্রাফিক আইন ও শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক বিভিন্ন লিফলেট গাড়িচালক ও পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন এবং শোভাযাত্রা করা হয়। সচেতনতা কার্যক্রমে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন