নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গতকাল শনিবার সকালে চাটখিল উপজেলা বিএনপি’র অফিসে তালা লাগিয়ে দেয়। পুলিশ এ সময় পৌরসভা বিএনপির সহ প্রচার সম্পাদক হানিফকে গ্রেফতার করে। এতে করে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আলোচনা সভা পন্ড হয়েযায়। জানা গেছে, বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য চাটখিল উপজেলা বিএনপি র্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূিচ গ্রহণ করে। এসব কর্মসূচি পালনে স্থানীয় প্রশাসনের অনুমতি না পেয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় অংশগ্রহণের জন্য নেতাকর্মীরা অফিসে আসলে পুলিশ মারধর করে তাদেরকে বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়, পরে পুলিশ অফিস অবরুদ্ধ করে রাখে। চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জানান, নেতাকর্মীরা যাতে আলোচনা সভায় অংশগ্রহণ করতে না পারে সে জন্য পুলিশ রাতে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের ঘর তল্লাশি চালায়, আতঙ্কের সৃষ্টি করে। তিনি আরো জানান, পুলিশ আওয়ামী লীগ নেতাদের খুশি করতে বিএনপি নেতাদের হয়রানি করছে। চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমাউল হক জানান, বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কার জন্য তিনি এ ব্যবস্থা নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন