শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চলনবিলে নৌকাডুবি : নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৯ এএম

পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের কর্মীরা। এ নিয়ে নিখোঁজ মোট ৫ জনেরই লাশ উদ্ধার করা হলো। আর এর মাধ্যমে সমাপ্তি ঘটবে উদ্ধার অভিযানের। রবিবার (০২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে নিমাইচড়া খেয়াঘাট এলাকা থেকে একজনের এবং সকাল আটটার দিকে দরাপপুর ব্রিজ এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি ও ঈশ্বরদীর আমবাগন এলাকার ব্যবসায়ী স্বপন বিশ্বাস। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল ও চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, সকাল ছয়টার দিকে নিমাইচড়া খেয়াঘাট এলাকা থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল গণি’র লাশ এবং সকাল আটটার দিকে হান্ডিয়াল দরাপপুর ব্রিজের কাছ থেকে রফিকুল ইসলাম স্বপন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঈশ্বরদীর কলাম লেখক মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুল এর লাশ এবং দুপুর দেড়টার দিকে স্বপন বিশ্বাসের শিশুকন্যা সাদিয়া খাতুনের লাশ উদ্ধার করে তারা।এ সময় দুর্ঘটনা কবলিত নৌকাটিও উদ্ধার করে উদ্ধারকর্মীরা। গত শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন