শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

৩০ প্রতিষ্ঠান পেল সুপার ব্র্যান্ডের স্বীকৃতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সুপার ব্র্যান্ড বাংলাদেশের দেয়া ‘সুপার ব্র্যান্ড’ স্বীকৃতি পেল ৩০টি প্রতিষ্ঠান। গত শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে ২০১৮-২০ সালের জন্য বাংলাদেশের সুপার ব্র্যান্ড ঘোষণা করা হয়। সুপার ব্র্যান্ড একটি গেøাবাল মিডিয়া কমিউনিকেশন এবং প্রকাশনা প্রতিষ্ঠান। বিশ্বের ৮৮টি দেশে কাজ করে এ সুপার ব্র্যান্ড।
অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিমসহ অনেকে।
সুপার ব্র্যান্ড স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-আবুল খায়ের স্টিল, এসিআই এরোসল, এসিআই সল্ট লিমিটেড, বাংলাদেশ অ্যাপারেল সেক্টর, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বাটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যানেল আই, ডিবিএল গ্রুপ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এলিট পেইন্ট, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, এপিলিয়ন গ্রুপ, গ্রামীণফোন, আইপিডিসি ফিন্যান্স লিমিটেড, মেটাডোর গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্যারসুট অ্যাডভান্স, প্রাইড লিমিটেড, রেডিও টুডে ৮৯.৬ এফএম, রূপচাঁদা, শাহ সিমেন্ট, শান্তা হোল্ডিংস লিমিটেড, স্বপ্ন, সিঙ্গার বাংলাদেশ, সুপার ফ্রেস ড্রিংকিং ওয়াটার এবং দি ডেইলি স্টার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন