শনিবার দুই সাংবাদিকের মুক্তি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মিয়ানমারের নাগরিকরা। মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় তাদের দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছে দেশটির একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্ত দুই সাংবাদিক হচ্ছেন ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮)। গত বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের খুনের বিষয়টি তদন্ত করার সময় গ্রেফতার করা হয় তাদের।
রয়টার্স জানিয়েছে, গত বছর সেপ্টেম্বরে রাখাইনের উত্তরাঞ্চলীয় ইনদিন গ্রামে সেনা ও স্থানীয় বৌদ্ধদের হাতে ১০ রোহিঙ্গা খুন হওয়ার ঘটনা খতিয়ে দেখছিলেন ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ। গত ১২ ডিসেম্বর তাদেরকে একদিন নৈশভোজে নিমন্ত্রণ জানায় স্থানীয় পুলিশকর্মীরা। সেখানে যাওয়ার পর তাদের হাতে কিছু কাগজপত্র তুলে দিয়ে তাদেরকে আটক করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত তারা ইয়াঙ্গুনে একটি কারাগারে দিনাতিপাত করছেন। সরকারি আইনজীবীরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ এনেছেন। তবে গ্রেফতার সাংবাদিকদের দাবি, তাদের হাতে কাগজপত্র তুলে দিয়ে তাদের ফাঁসানো হয়েছে।
কয়েকদিন আগে এক শুনানীতে ওয়া লোন আদালতে বলেছেন, ‘আমরা কোনো ভুল করিনি। বাদীপক্ষের সব অভিযোগ ভিত্তিহীন।’ প্রত্যক্ষদর্শী একজন পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দুই সাংবাদিককে শাস্তি দিতে বা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে যাতে সংবাদ প্রচার করতে না পারেন, সে জন্য ওই নৈশভোজের নাটক সাজানো হয়েছিল। শনিবার ওই দুই সাংবাদিকের মুক্তি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির নাগরিকরা। সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা প্রদানের আহবানও জানিয়েছে বিক্ষোভকারীরা। -দ্য গার্ডিয়ান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন