শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসনের জন্য কারো সুপারিশ লাগবে না

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসনের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। কারণ, এটা আমাদের মজ্জাগত। এটা আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে।
বাংলা একাডেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী (এশিয়া অঞ্চল) ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে কী ধরনের আলোচনা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ব্যাপারে বাংলাদেশকে শেখানোর কিছু নেই। গণতন্ত্র, জাস্টিসের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। যদি কেউ কোনো সুপারিশ করে আমরা সেটা শুনব। পরীক্ষা করে সেটা যদি আমাদের দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেটা গ্রহণ করব।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সুসম্পর্ক থাকা স্বাভাবিক। কারণ, আমেরিকা যে বিষয়ে বিশ্বাস করে বাংলাদেশও সে বিষয়ে বিশ্বাস করে। যেমন দেখুন গণতন্ত্র, মানবাধিকার এগুলোয় বাংলাদেশ শুধু বিশ্বাস করে না, সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের খুব একটা আপত্তি নেই বলেও জানিয়েছেন আব্দুল মোমেন। তিনি বলেন, এ জোটে যোগ দিতে বাংলাদেশের খুব আপত্তি নেই। আমরা এটা নিয়ে স্টাডি করছি। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদান করলে যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা যোগদান করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Khan ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:১৬ এএম says : 0
বাংলাদেশের গনতন্ত্র আর এখন আসলে গনতন্ত্র নয়। এটি মধ্যে যুগের জগন্য বর্বর শাসন তন্ত্র।পররাষ্ট্রমন্ত্রীর একটাই ভয় যদি আমেরিকা এবার পুলিশের উপরে কোন নিষেধাজ্ঞা জারি করে তাহলে বাংলাদেশে আসল গনতন্ত্র চলে আসবে।
Total Reply(0)
Khan ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:১৬ এএম says : 0
বাংলাদেশের গনতন্ত্র আর এখন আসলে গনতন্ত্র নয়। এটি মধ্যে যুগের জগন্য বর্বর শাসন তন্ত্র।পররাষ্ট্রমন্ত্রীর একটাই ভয় যদি আমেরিকা এবার পুলিশের উপরে কোন নিষেধাজ্ঞা জারি করে তাহলে বাংলাদেশে আসল গনতন্ত্র চলে আসবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন